গতি

কত দিন ধরে কবিতা লিখিনা লিখিনা বলে,
পথের দৈর্ঘ্য হু হু করে বেড়েই চলেছে…

ক্রমশ নদীর ধারা যৌবন হতে হতে,

আরও শতশত বেকারত্বের জন্ম।

ছুটতে হচ্ছে আলোর থেকে জোড়ে কিংবা কম

কিংবা প্রেমিকার ঠোঁটে স্পর্শ করবার মতো দূরন্ত বেগে।

দেখছি এভাবেই ছুটতে ছুটতে শতশত বেকারত্ব মৃত্যুকে উপলব্ধি করছে রোজ।

……………… উজ্জ্বল বর্মন