পুজোর রাতে বাড়ির বাইরে বেরিয়ে হঠাৎ নিখোঁজ এবং পরদিন সকালে মাঠ থেকে মহিলার গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ফাঁসীদেওয়া ব্লকের বণিকজোত এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফাঁসীদেওয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম রিনা হেমব্রম।
পরিবার সূত্রে জানা গেছে সরস্বতী পূজার রাতে নটা নাগাদ হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায় ওই মহিলা । অনেকক্ষণ পর ফিরে না আসায় রাজেশ এবং পরিবারের লোকেরা খোঁজখবর শুরু করে দেয়। কিন্তু কোথায় পায়নি।সকালে এভাবে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা রহস্য দানা বাঁধে। সন্দেহ করা হচ্ছে ধর্ষণ করে খুন করা হতে পারে। রাজেশ বাবু বলেন কোনো রকম ঝগড়া-ঝাটি হয়নি। তবে যেভাবে মাঠে দেহ পড়ে রয়েছে এবং গলায় ফাঁস লাগানো হয়েছে তাতে মনে হয় কেউ মেরে এখানে ফেলে দিয়ে গেছে। কি কারণে মৃত্যু তা জানতে ফাঁসিদেওয়া থানা পুলিশ তদন্ত শুরু করেছে।