খেলোয়াড়দের মনোবল বাড়াতে তরাই এথলেটিকের সাইকেল রেলি

শিলিগুড়ি তরাই এথলেটিক কোচিং সেন্টারের উদ্যোগে পালিত হলো সাইকেল রেলি । শারীরিক সচেতনতা এবং পরিবেশের বার্তা নিয়ে সিলিগুড়ি থেকে দুধিয়া পর্যন্ত সাইকেল রেলি করে ক্লাবের সদস্য এবং শিক্ষার্থীরা। জানা গেছে করোনায় শিক্ষার্থী ও খেলোয়াড়দের মনোবল বাড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সেন্টারের কর্তারা।

সেন্টারের কর্তা কার্তিক পাল জানিয়েছেন , রবিবার সকাল ৮ টায় ১১০ জন ক্রীড়াবিদ হিলকর্ট রোড হয়ে,শুকনা হয়ে মাঝে টিফিন সেরে ৩২ কিমি পথ অতিক্রম করে সকলে দুধীয়া পৌঁছায়,সেখানে দুপুরের খাওয়া ও ক্যারিয়ার কাউন্সেলিং এর একটি কর্মসূচি সেরে পুনরায় শিলিগুড়ি ফিরে আসেন সকলে।