”খেলা হবে” শ্লোগানে ডিজে বাজিয়ে মোটর বাইক র‍্যালি তৃণমূলের

”খেলা হবে, খেলা হবে” ডিজে বক্স বাজিয়ে প্রায় দশ হাজার মোটরবাইক নিয়ে র‌্যালি বের করল তৃণমূল ।জানা গেছে জলপাইগুড়ি জেলার এসটি‌এসসি,ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই র‌্যালি।সূত্রের খবর বিজেপির অপপ্রচার রুখতে এবং তৃণমূল সরকারের উন্নয়ন মূলক প্রকল্প গুলির প্রচারে এই বাইক র‍্যালির আয়োজন । এই র‍্যালি‌র মধ্য দিয়ে বিজেপি-‌র বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে শ্লোগান তোলেন তৃণমূল নেতা‌রা।

তৃণমূল এসটিএসসি,ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস বলেন, বিধানসভা নির্বাচনে এবার জলপাইগুড়ি জেলার সাতটি আসনের মধ্যে সাতটিতেই তৃণমূল জয় পাবে বলে দাবি করেন তিনি। বলেন, ভোটের বাজারে এবার খেলা হবে। সেই খেলা‌য় শূন্য পাবে বিজেপি। এদিনের বাইক র‍্যালির জন্য ব‍্যাপক জানজটের সৃষ্টি হয় জলপাইগুড়ি‌র রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বটতলা সহ বিভিন্ন এলাকায়।