খুলে গেল হলদিবাড়ি-চিলাহাটি রুট

ভারত বাংলাদেশের রেল সম্পর্ক তথা উত্তরবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামোয় নতুন মাত্রা যোগ করল হলদিবাড়ি -চিলাহাটি রুট। এদিন দীর্ঘ প্রতীক্ষা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সভার মাধ্যমে এই ট্রেনরুট টির শুভ সূচনা করেন। দীর্ঘ অর্ধ শতাব্দী পর উত্তরবঙ্গ হয়ে পুনরায় বাংলাদেশ যোগ হওয়ায় খুশির আমেজ ছিল উত্তরবঙ্গ জুড়ে। এদিন এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে হলদিবাড়ি রেলস্টেশনে হাজির হন এলাকার মানুষ । এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিজেপি কর্মী সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন স্টেশন চত্ত্বরে।


জানা গেছে বেলা দেড়টা নাগাদ বাংলাদশের চিলাহাটি হয়ে ট্রেনটি হলদিবাড়ি প্রবেশ করে। বর্তমানে দুদেশের মধ্যে মালবাহী ট্রেন চলাচল শুরু হলেও আগামী মার্চ মাস থেকে যাত্রী চলাচলও শুরু হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার বিজেপি নেতা দীপেন প্রামানিক জানান এই রেল চলাচলে দুদেশের মধ্যে ব্যবসায়িক উন্নতি হবে। হলদিবাড়িতে অনেক গোডাউন তৈরি হবে। পর্যটনে উত্তরবঙ্গ লাভবান হবে।পাশাপাশি কর্মসংস্থানও হবে।