খুলে গেল কোচবিহারের মদনমোহন ঠাকুরবাড়ি

লকডাউন আনলক 2 এ দর্শনার্থীদের জন্য বৃহস্পতিবার খুলে গেল মদনমোহন ঠাকুরবাড়ি। বর্তমান মহামারীর বিধিনিষেধ মেনেই খুলে গেল কোচবিহারের শতাব্দী প্রাচীন মন্দির। মন্দিরের পূজারী জানান যে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত বিধিনিষেধ মেনে মন্দিরে প্রবেশ করবে দর্শনার্থীরা।যারা পুজো দিতে আসবেন তাদের সানিটাইজেশন করেই মন্দিরে প্রবেশ করতে হবে এবং মুখে মাস্ক পড়ে আসতে হবে।কেন্দ্র সরকার ইতিমধ্যেই সমস্ত ধর্মীয় স্থানে বিধিনিষেধে কিছু ছাড় দিয়েছে