খুব শীঘ্রই শিলিগুড়িতে খুলতে চলেছে এঞ্জেলার ইভেন্টের ব্রাঞ্চ

বহুমুখী প্রতিভাধর এবং নান্দনিকতায় নিজেকে মেলে ধরা এঞ্জেলা রাহা এবার আনতে চলেছে রসনা পরিতৃপ্তিতে “স্পাইসি জার্নিস”।নানা প্রতিভাধর এঞ্জেলা নিজেকে খুঁজতে চেষ্টা করে নানা কাজে কর্মে । বিভিন্ন ইভেন্ট ,পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুন্সিয়ানা দেখানোর পর এবার এঞ্জেলার মুন্সিয়ানা দেখা যাবে হেঁসেলেও । লকডাউনে বাড়িতে থাকাকালীন সময়ে রান্নাঘরে নানা রকমারি পদে নিজেকে আবিষ্কার করে এবার খুলতে চলেছে ফুড ও ট্রাভেল ব্লগ । লকডাউন পর্ব মিতে গেলেই “স্পাইসি জার্নিস”এর জার্নি শুরু হবে বলে জানিয়েছেন এঞ্জেলা নিজেই । এর পাশাপাশি সেপ্টেম্বরে আসতে চলেছে তার অপরাজিত সম্মান সিজন টু । এঞ্জেলার স্পাইসি জার্নিস এর নতুন ব্রাঞ্চ খুলবে শিলিগুড়িতেও ।