খুনের দোষে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা আলিপুরদুয়ার আদালতের

পাঁচবছর আগে এক নিকট আত্মীয়কে নৃশংসভাবে খুনের দোষে এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাবাসের রায় দিল আলিপুরদুয়ার আদালত। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর এই রায় ঘোষণা করল জেলা আদালত।মঙ্গলবার এই খুনের ঘটনায় অভিযুক্ত মেঘনাৎ ওরাঁও এর যাবজ্জীবন সাজা ঘোষণা করেন আলিপুরদুয়ার আ্যডিশনাল সেশন জাজ নরেন্দ্রনাথ দাসগুপ্ত।

আলিপুরদুয়ার আদালতের সরকার পক্ষের আইনজীবী জহর মজুমদার জানান ২০১৫ সালের জুলাই মাসের ২৪ তারিখ কলের জল নেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের সুত্রপাত । পাটকাপাড়া চা বাগানের বাসিন্দা সোমারি ওরাঁও তার কন‍্যা গীতা ওরাঁও এর প্রসবকালীন সময়ে সাহায্য করতে কালচিনি ব্লকের ডীমা চা বাগানে আসেন । অভিযুক্ত মেঘনাৎ সম্পর্কে সোমারি ওরাঁও এর মেয়ের দেওর হয় । গত ২০১৫ সালের ২৪ জুলাই জল নেওয়াকে কেন্দ্র করে সোমারি ওরাঁও এর সাথে অভিযুক্ত মেঘনাদের গণ্ডগোল বাধে । আচমকাই মেঘনাদ ঘর থেকে কুড়োল নিয়ে এসে সোমারি ওরাঁও এর মাথায় কোপ বসায় ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে সোমারি ওরাঁও । স্থানীয় বাসিন্দারা সোমারি ওরাঁও কে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে মৃত্যু হয় সোমারি ওরাঁও এর । এব‌ং ঘটনা ঘটার পরেরদিন কালচিনি পুলিশ অভিযুক্ত মেঘনাদকে গ্ৰেপ্তার করে ।