খালি স্টেডিয়ামে খেলাটা কঠিন বলেই মনে করেন বিরাট কোহলি।

করোনাভাইরাসের দাপটে একটা সময় বন্ধ স্টেডিয়ামে দর্শকশূন্য অবস্থায় ক্রিকেট হওয়ার কথা হয়েছিল। সেই সম্ভাবনা এখনও রয়েছে। কারণ এখনও বিশ্ব জুড়ে কোনও রকমের খেলা শুরু করা যায়নি। সামনে রয়েছে টি২০ বিশ্বকাপ। আইপিএল স্থগিত রাখা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য। এই পরিস্থিতিতে খেলা শুরু করতে হলে ক্লোজডোর ছাড়া উপায় নেই। অনেকেই এই ক্লোজডোর ক্রিকেটের বিরুদ্ধে। ভারত অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, খেলা যখনই হবে তখনই তার প্রবলতা একি থাকবে। কিন্তু দর্শক ছাড়া ম্যাজিক্যাল মুহূর্ত তৈরি করা কঠিন হবে। এই বছরই অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি২০ বিশ্বকাপ।

খেলার ইভেন্টগুলো নতুন করে শুরু করতে আবার ফিরে এসেছে ক্লোজডোরের কথা।

কিন্তু ভারত অধিনায়কের সন্দেহ, দর্শক ছাড়া কি আদৌ সেই ম্যাজিক তৈরি হব স্টেডিয়ামে বা মনের ভিতর।

তিনি স্টার স্পোর্টসের শো ক্রিকেট কানেক্টেডে বলেন, ‘‘এমনটা ঘটবে সেটাই স্বাভাবিক, এটাই হবে।”

তিনি আরও বলেন, ‘‘আমি সত্যিই জানি না সবাই বিষয়টিকে কীভাবে নেবে কারণ আমরা প্রচুর মানুষের সামনে খেলে অভ্যস্ত। যারা প্যাশনেট ফ্যান। আমি জানি এটা খেলা হবে একই প্রবলতা নিয়ে কিন্তু দর্শকদের সঙ্গে যে যোগাযোগটা তৈরি হয় প্লেয়ারদের এবং খেলার টেনশন যেটার মধ্যে দিয়ে সবাই যায় যারা স্টেডিয়ামে থাকে, সেই আবেগটা তৈরি করা কঠিন হবে।”

তিনি বলেন, ‘‘তবে বিষয়গুলো হবে কিন্তু আমার সন্দেহ আছে সেই ম্যাজিক কেউ অনুভব করতে পারবে কিনা ভিতরে। তোমাকে শুধু খেলাটা খেলতে হবে যেভাবে খেলা হয় কিন্তু সেই ম্যাজিক্যাল মুহূর্ত আসা কঠিন।”