খবর সংগ্রহ করতে গিয়ে চা কারখানা কর্তৃপক্ষের দুর্ব্যবহারের শিকার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা

শ্রমিকরা আদৌ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কিনা এমনই খবর সংগ্রহ করতে গিয়ে চা কারখানা কর্তৃপক্ষের দুর্ব্যবহার এবং হুঁশিয়ারির শিকার হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়া গছ এলাকায়। অভিযোগ, এদিন সংশ্লিষ্ট বিষয়কে সামনে রেখে চোপড়ার দুইজন সাংবাদিক ওই এলাকার একটি কারখানায় শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয় নিয়ে সেখানে যান।শ্রমিকরাও সাংবাদিকদের অভিযোগ শোনান। আর এরপরই ওই কারখানার ম্যানেজার সহ বেশ কয়েকজন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদেরকে বিভিন্ন রকম ভাবে হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। সাংবাদিকদের পক্ষ থেকে ইসলামপুরের লেবার কমিশনারের কাছে বিষয়টি জানানো হয়েছে। ইসলামপুর মহকুমা শ্রমদপ্তরের ইন্সপেক্টর জ্যোতির্ময় বিশ্বাস বলেন, শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়লেও বর্তমানে তাদের দপ্তরের অনেকেই কোভিড আক্রান্ত হওয়ায় তারা সেখানে যেতে পারছেন না। খুব শীঘ্রই সেখানে তারা যাবেন এবং শ্রমিক ও ম্যানেজারের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। পাশাপাশি শ্রম আইন সম্পর্কিত যেকোন বিষয় নিয়েই তারা পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।