খতিয়ে দেখা হচ্ছে অশান্ত পরিবেশ

তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের আগের থেকে পরের ছবিটা আরও ভয়ঙ্কর। রক্ত বইছে জায়গায় জায়গায়। একমাত্র বাংলাতেই চলছে সন্ত্রাস। বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ১২ জন সদস্যের মৃত্যু হয়েছে। কেবলমাত্র বাংলার মাটিতেই দেখা যাচ্ছে হিংসার ছবি। নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাংলায় বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

ভাটপাড়া বিধানসভা যে সমস্ত এলাকায় বিজেপির কর্মী-সমর্থকেরা আক্রান্ত হয়েছিলেন গতকাল রাতে সেই সমস্ত এলাকা ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রকের চার সদস্যের ওই প্রতিনিধি দল। সেই সঙ্গেই তাঁরা বিজেপি কর্মীদের ওপর হওয়া সন্ত্রাস ও বোমাবাজির কথাও শোনেন। এরপর সোনারপুরেরই আরও একটি জায়গায় যান। সেখানে দলের এক কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ।