কয়েকদিনের মধ্যেই চালু হবে দক্ষিণেশ্বর মেট্রো

দক্ষিণেশ্বর মেট্রোর কাজ প্রায় শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারী থেকেই যাত্রীদের জন্য পরিষেবা চালু করবে দক্ষিণেশ্বর মেট্রো। দক্ষিনেশ্বর স্টেশনটি করা হয়েছে অনেকটা মন্দিরের ধাঁচে। মেট্রোর ট্রায়াল রানও চলছে জোরকদমে। প্রতিদিন কাজের অগ্রগতি খতিয়ে দেখছেন আর ভি এন এল ও মেট্রো রেলের আধিকারিকরা। রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে থাকছেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েলও।