কড়া বার্তা

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। দেশের পাশাপাশি বেসামাল করে দিয়েছে বাংলাকেও। হাসপাতালের বেডের পাশাপাশি অক্সিজেন নিয়েই আকাল পড়েছে গোটা দেশে। ঘরে ঘরে শোনা যাচ্ছে এই সংক্রমণে আক্রান্ত হওয়ার খবর। মাসখানেকের মধ্যে গোটা দেশে দমবন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই বিপর্যয়ে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত প্রত্যেকটি রাজ্যকে এই নির্দেশ দিয়েছে।

রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে রিপোর্ট তলব করার পাশাপাশি, করোনা ভ্যাকসিনের ভিন্ন দাম নিয়েও কেন্দ্রের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। করোনা মামলায় কেন্দ্রকেও কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে হাইকোর্ট করোনা সংক্রান্ত মামলার রায় দিলে তাতে বাধা দেবে না সুপ্রিম কোর্ট।