ক্ষমা চাইলেকশন কার্ডি বি

বিতর্কে র‌্যাপার কার্ডি বি। বিখ্যাত জুতো প্রস্তুতকারক সংস্থা ‘‌রিবক’‌ সম্প্রতি বাজারে এনেছে নিজেদের নতুন স্নিকার্সের কালেকশন। সেই কালেকশনেরই বিজ্ঞাপন করেন কার্ডি বি। এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সমালোচনায় মুখর হন নেটিজেনরা। বিজ্ঞাপন করতে গিয়ে মা দুর্গার মতো দাঁড়িয়ে হাতে জুতো নিয়ে ছবি তোলেন কার্ডি বি। শেষে বিতর্কের মুখে পড়ে কার্ডি বি ক্ষমাও চান।