ক্রিকেটজীবনের সেরা সময় বাছলেন বিরাট কোহলী

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলীর অভিষেক হয় মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বে। ২০০৮ সাল থেকে ধোনির নেতৃত্বে খেলা শুরু বিরাটের। ২০১৪ সালে ধোনি অধিনায়কত্ব ছাড়েন। এই ছ’বছর ধোনির নেতৃত্বে খেলার সময়কেই মনে করতে চাইছেন বিরাট। ১৪ বছরের ক্রিকেটজীবনে সেটিকেই সেরা সময় বাছলেন তিনি।

রবিবার এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে নিজের ভাল সময়ের কথা নেটমাধ্যমে জানালেন বিরাট। ধোনির সঙ্গে নিজের ছবি টুইট করে বিরাট লেখেন, ‘এই মানুষটির সহকারী হিসাবে কাজ করাটা সব থেকে বেশি উপভোগ করেছি। আমার কেরিয়ারের এটাই সব থেকে আনন্দের মুহূর্ত। আমার কাছে এই জুটি সব সময় স্পেশাল। ৭ (ধোনির জার্সি নম্বর) + ১৮ (বিরাটের জার্সি নম্বর)।’

ধোনির পর ভারতের নেতৃত্ব আসে বিরাটের কাছে। সেই বিরাট গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়ে দেন। এর পর এক দিনের ক্রিকেটেও নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারার পর টেস্ট ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়েন বিরাট।