অনুষ্কা শর্মা (Anushka Sharma) টুইটারে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে একটি মজার ভিডিও পোস্ট করলেন শুক্রবার। যেখানে তিনি রীতিমতো তাঁর হাবির পিছনে লাগতে ব্যস্ত। যেখানে দেখা যাচ্ছে অনুষ্কা শর্মা বিরাট কোহলিকে বাউন্ডারি মারার কথা বলছেন। আর তা শুনে বিরাট কোহলির অভিব্যক্তি ছিল দেখার মতো।অনুষ্কা শর্মা সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘‘আমার মনে হয়, ও মাঠটাকে খুব মিস করে। যেখানে ও হাজার হাজার ফ্যানের ভালবাসা পায়, ও বিশেষ করে এটা মিস করে, তাই আমি ওকে একটা অভিজ্ঞতা দিলাম।”