দুইটি খ্যাতনামা চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে হাত মেলালো টাটা ট্রাস্টস ও টাটা গ্রুপ। উদ্দেশ্য হল কোভিড-১৯ চিকিৎসার ক্ষেত্রে পেশাদার চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করা। প্রতিষ্ঠান দু’টি হল ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ (সিএমসি) ভেলোর ও কেয়ার ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস (সিআইএইচএস) হায়দ্রাবাদ। কোভিড-১৯ মোকাবিলায় এটি টাটা ট্রাস্টসের চতুর্থ উদ্যোগ। এই উদ্যোগের পিছনে রয়েছে টাটা ট্রাস্টসের চেয়ারম্যান রতন এন টাটার একটি সাম্প্রতিক বিবৃতি। তিনি বলেছিলেন, কোভিড-১৯ জনিত সঙ্কটের মোকাবিলায় দ্রুত সকল উৎসগুলিকে কাজে লাগাতে হবে, কারণ এটি মানবজাতির সামনে একটি কঠিন চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। এই ২২-ঘন্টার ফ্রি অনলাইন ট্রেনিং প্রোগ্রামে অংশ নেবেন নির্বাচিত হাসপাতালগুলিতে কর্মরত চিকিৎসকগণ। সিএমসি ভেলোর-এর পদ্ধতিতে থাকবে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ প্রদান, যারা সংশ্লিষ্ট অন্যদের প্রশিক্ষণ দেবেন। সিআইএইচএস হায়দ্রাবাদ-এর প্রশিক্ষণ পদ্ধতিতে সরাসরি ছোটো ছোটো গ্রুপকে প্রশিক্ষণ দেওয়া হবে। উভয় প্রতিষ্ঠানের প্রোগ্রাম এমনভাবে ছকে নেওয়া হয়েছে যে অংশগ্রহণকারীরা তাদের ইন্টেনসিভিস্ট ও আইসিইউ সহকর্মীদের প্রয়োজন অনুসারে সহায়তা দিতে পারবেন।