কোভিড-১৯: মিলছে নিত্য নতুন প্রজাতির খোঁজ

প্রায় দিনই করোনার নতুন প্রজাতি ভারতে পাওয়া যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নয়া প্রজাতিকে প্রাণঘাতী এবং সংক্রমনের ক্ষমতা অনেক বেশি। এমনকি টিকাকরণ করা হলেও তা ভাঙ্গার ক্ষমতা রাখে এই প্রাণঘাতী প্রজাতিটি, সম্প্রতি জানিয়েছে হু।

করোনার ওই প্রজাতিটির নাম বি.১.৬১৭.২। ভারতে করোনাভাইরাসের তিন বার রূপ পরিবর্তনকারী প্রজাতি অর্থাৎ বি.১.৬১৭ পাওয়া গিয়েছে।তারই একটি রূপ এটি। গত মাসে এই প্রজাতির তিনটি প্রকারভেদকেই উদ্বেগজনক ভাইরাস হিসাবে চিহ্নিত করেছিল হু।

গত মঙ্গলবার একটি বিবৃতি দ্বারা হু এর বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনার এই ভাইরাসের তিনটি প্রকারভেদের বাকি দুটি ততটা বিপজ্জনক নয়। তবে এই প্রজাতি তথা ১.৬১৭.২ নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে।