কোভিড-১৯: অনুমোদন পেল গ্লেনমার্কের ‘ফেবিফ্লু’

আসার আলো নিয়ে ভারতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস নিয়ে এলো অ্যান্টিভাইরাল ড্রাগ ফেভিপিরাভির (ব্র্যান্ড নাম ‘ফেবিফ্লু’)। এই ঔষধ মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ রোগীদের জন্য কার্যকরী ভূমিকা নেবে। গ্লেনমার্ক জানিয়েছে, এই ঔষধের ম্যানুফ্যাকচারিং ও মার্কেটিংয়ের জন্য ভারতের ড্রাগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গিয়েছে। ফেবিফ্লু হবে ভারতের প্রথম ওরাল ফেভিপিরাভির ঔষধ। ক্লিনিক্যাল পরীক্ষায় জানা গিয়েছে, ৮৮ শতাংশ ক্ষেত্রে মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় ভাল ফল দেখিয়েছে ফেভিপিরাভির। ২০ থেকে ৯০ বছর বয়সী রোগীদের চিকিৎসায় কার্যকর এই ঔষধ।
এই অনুমোদন এমন একটা সময়ে পাওয়া গেল যখন ভারতে আক্রান্তদের সংখ্যা ক্রমেই বাড়ছে, আর সেইসঙ্গে চিকিৎসা ব্যবস্থার উপরে চাপও বাড়ছে। একথা জানিয়ে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, গ্লেন সালদানহা বলেন, ফেবিফ্লু’র মতো একটি কার্যকর চিকিৎসা সেই চাপ হ্রাস করতে সহায়ক হবে এবং এদেশের রোগীরাও প্রয়োজনের সময়ে কার্যকর চিকিৎসার সুযোগ পাবেন।