করোনাভাইরাস সংক্রমণের শিকার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রান্তিক জনজাতি। গ্রেট আন্দামানিজ জনজাতির পাঁচ সদস্য পজিটিভ। জারোয়া জনজাতির সঙ্গে কর্মরত পাঁচ উন্নয়নকর্মীর মধ্যে সংক্রমণ দেখা দেওয়ায় চিন্তা বাড়ছে দ্বীপপুঞ্জের অন্যান্য জনজাতিগুলিকে নিয়েও।
ওই সমস্ত জনজাতি অধ্যুষিত দ্বীপে চোরাশিকারিদের আনাগোনার সূত্রেই ভাইরাসের প্রকোপ ছড়াতে শুরু করেছে, দাবি গবেষকদের। উল্লেখ্য, গত সপ্তাহেই জারোয়া এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আট মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেট আন্দামানিজ জনজাতির বর্তমানে সদস্য সংখ্যা মাত্র ৫০। এবার কোভিডের গ্রাসে তাদের অবলুপ্তি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। একই সঙ্গে চরম সংকটজনক পরিস্থিতিতে রয়েছে নর্থ সেন্টিনেল দ্বীপের বিচ্ছিন্ন বাসিন্দারাও। গবেষক সোফি গ্রিগ জানিয়েছেন, এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ করতে হবে আন্দামা ও নিকোবর প্রশাসনকে। সরকারি অনুমোদন ছাড়া আন্দামানের অধিবাসী জনজাতিগুলির কাছে যাতে কোনও, বহিরাগত না পৌঁছতে পারে, সে বিষয়ে সতর্ক থাকা দরকার। নর্থ সেন্টিনেল দ্বীপ সংলগ্ন সমুদ্রেও টহলদারি বাড়াতে হবে।