কোভিড পরিস্থিতিতে কালচিনি ব্লকে ১ লা মে থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অবধি শুধুমাত্র দোকানপাট খোলা থাকবে পাঁচটা পর থেকে সব বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হল । শুক্রবার কালচিনি ব্লকে পঞ্চায়েত সমিতির সভা কক্ষে বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে এক বৈঠক আয়োজিত হয় এদিনের বৈঠকে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ,কালচিনি ওসি অনির্বাণ মজুমদার, কালচিনি ব্লক স্ব্যাস্থ আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার উপস্থিত ছিলেন এছাড়া কালচিনি ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও চা বাগানের ম্যানেজার উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীকাল ১ লা মে থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অবধি শুধুমাত্র দোকানপাট খোলা থাকবে এবং পাঁচটা পর সব দোকান বন্ধ থাকবে । কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানানো হয়েছে কোনোপ্রকার বিজয় মিছিল ,বিজয় উৎসব হবেনা।