কোভিড পজেটিভি গুরমিত ও দেবীনা

এবার কোভিড পজেটিভি টেলিভিশন দুনিয়ায়র হিট জুটি গুরমিত চৌধুরী ও দেবীনা বন্দ্যোপাধ্যায়ের। ইনস্টাগ্রাম পোস্টে নিজেদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন গুরমিত। আপতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা। একাধিক রিয়ালিটি শোয়ের মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে গুরমিত-দেবীনাকে।

গুরমিত ইনস্টাগ্রামে লেখেন- ‘আমার স্ত্রী এবং আমি করোনা পজিটিভ। আজ পরীক্ষার ফল এসেছে। আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি যাঁরা আমাদের সংস্পর্শে এসেছেন দয়া করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আমনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও সমর্থনের জন্য।