দীর্ঘ এগার মাস পর্ স্কুল খুলে আংশিকভাবে ক্লাস শুরু হলেও হচ্ছে না কোন ক্লাস। কারণ স্কুলের বেশিরভাগ স্কুল শিক্ষক শিক্ষিকা বদলি হয়ে অন্যত্র চলে গিয়েছেন। এহেন পরিস্থিতিতে স্কুলে এসেও ক্লাস হচ্ছে না ।ফলে করোনা পরিস্থিতিতে স্কুলে এসেও লাভ হচ্ছে না ছাত্রছাত্রীদের। এই অভিযোগে আজ স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা্।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ ,ছাত্রীদের বুঝিয়ে প্রায় ঘন্টাখানেক পরে বিক্ষোভ তুলতে সামর্থ হয় ।যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছাত্রীদের দাবির সঙ্গে সহমত প্রদান করেছেন । তিনি জানান স্কুল থেকে ৯ জন শিক্ষিকা বদলি হয়ে চলে গেছেন ,আরো তিন জনের বদলির প্রক্রিয়া জারি আছে হয়েগেল ওনারাও চলে যাবেন । ছাত্রীদের পাঠনপাঠন সত্যিই বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে প্রাকটিক্যাল ক্লাস করতে পারছি না । এই সমস্যার বিষয়ে উর্ধতন কতৃপক্ষ কে জানানো হয়েছে ।অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক তাপস কুমার বিশ্বাস বলেন , এইরকম ঘটনা ঘটলে পাঠন পাঠন তো বিঘ্ন হবেই। এখন দেখার, ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কবে শিক্ষা দফতরের টনক নড়ে ।