কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি দ্বিতীয় ডোজের

বিগত কয়েক সপ্তাহে ভারতে ফের করোনা সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে  জোর দেওয়া হচ্ছে টিকাকরণের ওপর। এবার করোনা টিকা নিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনখড়৷ কলকাতার কম্যান্ড হাসপাতালে গিয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন সস্ত্রীক রাজ্যপাল। প্রথমে তাঁর শারীরিক পরীক্ষা হয়। পরে তাঁকে ওই ডোজ দেওয়া হয়। কোনও প্রকারের অস্বস্তি বা পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি সস্ত্রীক রাজ্যপাল। সকালেই ট্যুইট করে তিনি নিজেই জানান একথা। এর পাশাপাশি, মানুষকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছেন রাজ্যপাল।