কোনও স্কুল-কলেজ খুলছে না, ঘোষণা শিক্ষামন্ত্রীর

করোনা পরিস্থিতির এ মাসে পুরোপুরি বন্ধ থাকছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। মঙ্গলবার বেহালার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল খোলার কথা ভাবা হবে না। কেন্দ্র নির্দেশিকা জারি করলেও এই রাজ্যে সমস্ত স্কুল বন্ধ থাকছে।

এদিন স্কুল খোলা নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘‌সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সব স্কুল বন্ধই রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খোলার কথা ভাবা হবে। করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।‌ এখন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। তারপর পুনর্বিবেচনা করা হবে।’‌