আচমকা কলকাতা বিমানবন্দরের সিদ্ধান্তে বেকায়দায় পড়েছে এয়ার ইন্ডিয়া। বছরের পর বছর ধরে পরিবহণ মাসুল বকেয়া। বাড়তে বাড়তে তা এ বার ২১ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এ বার ওই বকেয়া টাকা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়ার কাছে ফেরত চাইল। সময়মতো টাকা ফেরত না দিলে এয়ার ইন্ডিয়ার কোনও বিমান আর কলকাতায় নামতেই দেওয়া হবে না।
কলকাতা বিমানবন্দরের এই চিঠি পাওয়ার পরেই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থার একটি প্রতিনিধি দল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে। শেষমেশ দীর্ঘ আলোচনার পরে ঠিক হয়েছে কিস্তিতে ওই টাকা কলকাতা বিমানবন্দরকে ফেরত দেবে এয়ার ইন্ডিয়া। বিমানবন্দরে বিমান পার্কিং এবং ল্যান্ডিংয়ের জন্য একটি মাসুল দিতে হয় বিমান পরিবহণ সংস্থাগুলিকে। ওই টাকাই দীর্ঘ দিন ধরে বকেয়া রেখেছিল এয়ার ইন্ডিয়া।