কোটি জরিমানা বিসিসিআইয়ের

সমস্যার মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। আইপিএল থেকে ডেকান চার্জার্সের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কেড়ে নেওয়ায় বিসিসিআইকে ৪৮০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বম্বে হাইকোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডকে।

সমস্যার মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। আইপিএল থেকে ডেকান চার্জার্সের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কেড়ে নেওয়ায় বিসিসিআইকে ৪৮০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বম্বে হাইকোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডকে।

২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্যতম ছিল ডেকান চার্জার্স। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল চ্যাম্পিয়নও হয় এই দল। তখন হায়দরাবাদের এই দলের মালিক ছিল ডেকান ক্রনিক্যাল হোল্ডিংস। কিন্তু ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর বিসিসিআই ঘোষণা করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের তালিকা থেকে বাদ দেওয়া হল ডেকান চার্জার্সকে। গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠকে নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১২ সালে ডেকান চার্জার্সকে ছেঁটে ফেলার পরেই বোর্ডের বিরুদ্ধে সরব হয়েছিল ডেকান ক্রনিক্যাল হোল্ডিংস কোম্পানি। তাদের দাবি ছিল, বেআইনিভাবে তাদের বাদ দেওয়া হয়েছে। আইপিএল গভর্নিং কাউন্সিলের সব নিয়ম তারা মেনেছে। কিন্তু তারপরেও কোনও কারণ না দেখিয়ে তাদের বাদ দেওয়া হয়েছে। তারপরেই আদালতের দ্বারস্থ হয় তারা। অবশেষে দীর্ঘ আট বছর পর এই মামলায় জয় হয়েছে ডেক্যান ক্রনিক্যাল হোল্ডিংস গ্রুপের। তাদের বেআইনিভাবে বাদ দিয়েছিল বোর্ড।