শুক্রবার কেরালার কোঝিকোড়ে অবতরণের সময় ক্র্যাশ কর বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান।
এদিন ১৯১ জন যাত্রী নিয়ে দুবাই থেকে কালিকাটে ফিরছিল এয়ার ইন্ডিয়ার এই বিমানটি। কোঝিকোড়েতে রানওয়েতে নামার সময় সন্ধ্যা ৮ টা ১৫ মিনিট নাগাদ বিপত্তি ঘটে। বিমানটি ক্র্যাশ করে দু’টুকরো হয়ে রানওয়ে ও তার বাইরে পড়ে। বিমানটি অবতরণের সময় ওই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। ভারী বৃষ্টিপাতের জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।
ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে গিয়েছে অ্যাম্বুলেন্স। দমকল বাহিনী জাতীয়,বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫০ জনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনায় আহতের কোন পরিসংখ্যান এখনও পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু যাত্রী।