কোচবিহার জেলাতেও শুরু হলো দুয়ারে সরকার সরকারি পরিষেবা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কোচবিহার জেলাতেও শুরু হলো দুয়ারে সরকার সরকারি পরিষেবা। মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু হলো গোটা উত্তরবঙ্গ সহ কোচবিহার জেলাতেও তুফানগঞ্জ ১নং ব্লকের নাটাবাড়ি হাইস্কুল ময়দানে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ সংশ্লিষ্ট ব্লকের বিডিও এবং অন্যান্য সরকারি আধিকারিকরা।

দুয়ারে সরকারের পরিষেবার মধ্যে ১০০ দিনের কাজ, স্বাস্থ্যসাথী, জয় জোহার (তপশিলি বন্ধু), খাদ্যসাথী , শিক্ষাশ্রী, ঐক্যশ্রী , কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু পরিষেবার বিষয়ে বাসিন্দাদের ওয়াকিবহাল করানোর পাশাপাশি কিভাবে এই পরিষেবা পাওয়া যাবে তা নিয়েও এদিন সাধারণ মানুষকে সচেতন করা শুরু হয়েছে।

এর পাশাপাশি মাথাভাঙা ২নং নম্বর ব্লকের পারডুবিতে ব্লক প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুয়ারে সরকার কর্মসূচি আয়োজন করা হয়েছে, উপস্থিত ছিলেন ব্লকের বিডিও কমলকান্তি তলাপাত্র, সহ ব্লক প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি তরফদার রায়