কেন্দ্র সরকারের লক্ষ্য এখন আগামী ভোট

লক্ষ্য এখন উত্তর প্রদেশে বিধানসভা ভোট৷ আগামী বছরেই ভোট হবে সেখানে৷ তার আগেই বড়ো অনুদান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বারাণসীতে দেড় হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী৷ ২০২৪-এ রয়েছে লোকসভা নির্বাচন৷ আর আগে ২০২২-এর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট৷ একসঙ্গে দুটি নির্বাচনকে নিশান করলেন মোদী৷ উত্তরপ্রদেশে প্রায় ৫৫০টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ চলছে৷ বারাণসীতে ১৪টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হবে৷ কেন্দ্রীয় সরকার ২৩ হাজার কোটি টাকার যে বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে, তাতে উপকৃত হবে উত্তরপ্রদেশও৷ কাশিতে বড় মেডিক্যাল হাব তৈরি করা হবে৷

প্রধানমন্ত্রী বলেন, কাশির উন্নয়নে ১৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা হচ্ছে৷ গত কয়েক মাস গোটা মানবজাতির জন্য কঠিন সময় ছিল৷ সর্বশক্তি দিয়ে আক্রমণ চালিয়েছে করোনার ভয়ঙ্কর রূপ৷ কিন্তু কাশী দেখিয়ে দিয়েছে কী ভাবে সেই আক্রমণ রুখতে হয়৷ দেশের সবচেয়ে বড় রাজ্য, বিপুল জনসংখ্যা নিয়ে করোনার দ্বিতীয় ঢেউ সামলেছে তা অভূতপূর্ব৷ আগে ইচ্ছাশক্তির অভাবে ছোট সঙ্কটও বড় আকার ধারণ করত৷ কিন্তু করোনা মোকাবিলায় উত্তরপ্রদেশের প্রচেষ্টা বিশেষ ভাবে উল্লেখযোগ্য৷ সবচেয়ে বেশি টেস্ট এখানে হয়৷ সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে এই রাজ্যেই৷ বিনামূ্ল্যে সকলকে টিকা দেওয়া হচ্ছে৷