কেন্দ্রের করোনা প্রতিনিধি দল নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে টানা লকডাউনের মধ্যে দিয়ে চলেছে দেশ। তবে কোনও কোনও রাজ্যে লকডাউনের বিধিভঙ্গ করা হচ্ছে, এমন অভিযোগ কানে আসে কেন্দ্রীয় সরকারের। এরপরেই কতটা গুরুত্ব দিয়ে লকডাউনের বিধিনিষেধ মানা হচ্ছে তা খতিয়ে দেখতে কয়েকটি রাজ্যে বিশেষ দল পাঠানো হয়। আর কেন্দ্রের এই পর্যবেক্ষক দলগুলোকে ঘিরেই প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে কারণ খাতায়-কলমে দেখা যাচ্ছে আন্তঃমন্ত্রণালয়ের ওই কেন্দ্রীয় দলগুলি যে ৬টি রাজ্যে পাঠানো হয়েছে, তার মধ্যে ৫টিতেই বিজেপি বিরোধী দলের সরকার ক্ষমতায় রয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধিদের নিয়ে গঠিত দলগুলি পশ্চিমবঙ্গের হাওড়া, মেদিনীপুর পূর্ব, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে যায়। এছাড়া তারা যায় মহারাষ্ট্রের পুনে, রাজস্থানের জয়পুর ও মধ্যপ্রদেশের ইন্দোরে।