কেন্দ্রীয় বাজেটকে ফেকধারী বাজেট বলে কটাক্ষ মমতার

কেন্দ্রীয় বাজেটকে ভেকধারী সরকারের ফেকধারী বাজেট বলে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠানে যোগ দিতে এসে চাচাছোলা ভাষায় প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সুপ্রিমো। এদিন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠান মঞ্চে থেকে নাম না করে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে আরও বলেন, তোমরা কি করবে আমরা তো করে দিয়েছি,বাংলাকে হামাগুড়ি শেখাচ্ছ।

এদিন মুখ্যমন্ত্রী সভামঞ্চে থেকে বাজেট প্রসঙ্গে সরাসরিভাবে বলেন,আজ সাধারণ বাজেট করেছে তাতে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি করেছে কৃষকদের কথা ভাবা হয়নি। চাষীদের সেচ করতেই শেষ হয়ে যেতে হবে। এর আগে 7 বার পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে ছিল আবার বাড়ালো। এর আগেও কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিক্রি করে দিয়েছিল আবারও বিক্রি করে দিচ্ছে। ফলে কেন্দ্রীয় সরকারের কারো চাকরি সুরক্ষিত নাই রাজ্য সরকারের চাকরি সুরক্ষিত। অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রী বিজেপি নেতৃত্ব উদ্দেশ্য করে বলেন ভোট এলেই মিথ্যে কথা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয় বাংলার মানুষকে। আবার ভোট আসছে বলছে রাস্তা তৈরি করব, আমি বলি ওইসব আমি করে দেবো যান গিয়ে যে কৃষকেরা বসে আছে তাদের টাকা দিন। একই সাথে তিনি বলেন ওদের কোন কথা বিশ্বাস করবেন না শুধু মিথ্যে কথা আর মিথ্যে কথা বলে।