কেন্দ্রীয় মন্ত্রীর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পরিদর্শন এবং কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উল্লেখ্য গতকাল হঠাৎ দার্জিলিং সফরে এসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। জানা যায় খড়িবাড়ির বুরাগঞ্জের নাবালিকা ধর্ষিতা মেয়েকেই দেখতে যান তিনি। সেইসঙ্গে এদিন মেডিকেল কলেজের অবস্থা দেখে উত্তরের স্বাস্থ্য ব্যবস্থাকে তুলোধনা করেন । জানা গেছে কেন্দ্রীয় মন্ত্রী এদিন মেডিকেল কলেজকে পশু হাসপাতালের সঙ্গে তুলনা করেন।এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানানোর ন্যূনতম প্রক্রিয়াটিও দেখায়নি বলে ক্ষোভ উগড়ে দেন তিনি। এরই প্রতিক্রিয়ায় রবীন্দ্রনাথ ঘোষ জানান রাজ্যের স্বাস্থ্যব্যাবস্থা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ভালো।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল নয্, রাজ্যের সব হাসপাতালের চিকিৎত্সা পরিকাঠামো খুব উন্নত । এই রাজ্যের মানুষ বিনামূল্যে চিকিত্সা পান। অন্য রাজ্যের মানুষ এই রাজ্যে এসে চিকিত্সা নেন। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী উত্তরবঙ্গের পর্যটনের উন্নয়নে কোনো পদক্ষেপ না নিয়ে এখানে সংকীর্ণ রাজনীতি করতে এসেছেন। এটা কাম্য নয় ।