‘বিগ ট্রিট উইক’ নিয়ে উপস্থিত হল কেএফসি ইন্ডিয়া। ‘বিগ ট্রিট উইক’ হল এমন এক সপ্তাহ যখন নানারকম কেএফসি ফেবারিটের কম্বোর উপরে পাওয়া যাবে দুর্দান্ত ডিসকাউন্ট। বিগ ট্রিট উইকে মিলবে ৪২% অবধি সাশ্রয়, পেটিএম-এ ১০০% অবধি ক্যাশব্যাক। ২৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বেছে নেওয়া যাবে বাকেট-ভরা ক্রিস্পি চিকেন, চিকেন পপকর্ন, রাইস বৌল, জিঙ্গার বার্গার ও আরও অনেককিছু। দাম শুরু মাত্র ১৪৯ টাকা থেকে। বিগ ট্রিট উইকের সুবিধা পাওয়া যাবে দেশের সকল কেএফসি রেস্টুর্যান্টে। অনলাইনেও অর্ডার দেওয়া যাবে। চিকেন-লাভাররা নিকটবর্তী কেএফসি রেস্টুর্যান্টে যেতে পারেন অথবা কেএফসি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন। বিগ ট্রিট উইকে কেএফসির ৪এক্স সেফটি প্রমিস – স্যানিটাইজেশন, স্ক্রিনিং, সোস্যাল ডিসট্যান্সিং ও কনট্যাক্টলেস সার্ভিস চালু থাকবে গ্রাহকদের বাড়তি সুরক্ষার জন্য।