কেএফসি ইন্ডিয়ার ‘বিগ ট্রিট উইক’

‘বিগ ট্রিট উইক’ নিয়ে উপস্থিত হল কেএফসি ইন্ডিয়া। ‘বিগ ট্রিট উইক’ হল এমন এক সপ্তাহ যখন নানারকম কেএফসি ফেবারিটের কম্বোর উপরে পাওয়া যাবে দুর্দান্ত ডিসকাউন্ট। বিগ ট্রিট উইকে মিলবে ৪২% অবধি সাশ্রয়, পেটিএম-এ ১০০% অবধি ক্যাশব্যাক। ২৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বেছে নেওয়া যাবে বাকেট-ভরা ক্রিস্পি চিকেন, চিকেন পপকর্ন, রাইস বৌল, জিঙ্গার বার্গার ও আরও অনেককিছু। দাম শুরু মাত্র ১৪৯ টাকা থেকে। বিগ ট্রিট উইকের সুবিধা পাওয়া যাবে দেশের সকল কেএফসি রেস্টুর‍্যান্টে। অনলাইনেও অর্ডার দেওয়া যাবে। চিকেন-লাভাররা নিকটবর্তী কেএফসি রেস্টুর‍্যান্টে যেতে পারেন অথবা কেএফসি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন। বিগ ট্রিট উইকে কেএফসির ৪এক্স সেফটি প্রমিস – স্যানিটাইজেশন, স্ক্রিনিং, সোস্যাল ডিসট্যান্সিং ও কনট্যাক্টলেস সার্ভিস চালু থাকবে গ্রাহকদের বাড়তি সুরক্ষার জন্য।