কৃষি আইন বাতিল করার দাবিতে সুর চড়ালো চাষীরা। আগামী চার জানুয়ারি চাষীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের পরবর্তী পর্যায়ের বৈঠক হওয়ার কথা। আইন বাতিল না হলে হরিয়ানার সমস্ত শপিং মল ও পেট্রল পাম্প বন্ধ করে দেওয়ার হুমকি দিল বিক্ষোভকারীরা। আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করা হবে বলে জানায় চাষীরা। কৃষকদের মূল দাবি, কৃষি আইন বাতিল ও ন্যূনতম সহায়ক মূল্যের আইনি মর্যাদা, সেই নিয়ে এখনও আলোচনা চলছে।