কৃষিবিল এবং ধর্ষণের বিরুদ্ধে মহামিছিল তৃণমূলের

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজ পথে নামল কোচবিহার তৃণমূল কংগ্রেস ।কৃষক বিরোধী, জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে ও সারা দেশ জুড়ে দলিত, মহিলা- নাবালিকাদের উপর অত্যাচার এবং ধর্ষণের প্রতিবাদে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মহামিছিল অনুষ্ঠিত হলো কোচবিহারে

সোমবার শহরের রাসমেলা ময়দান থেকে জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে কৃষক বিরোধী, জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে ও সারা দেশ জুড়ে দলিত, মহিলা- নাবালিকাদের উপর অত্যাচার এবং ধর্ষণের প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কংগ্রেসের প্রায় ১০ হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এই মহামিছিলে পা মেলায়। মিছিল শুরুর আগে শহরের রাসমেলা ময়দান সংলগ্ন জেনকিন্স স্কুল মোড় এলাকায় এক পথ সভা করে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই মহা মিছিলের নেতৃত্ব দেয় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় সহ বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ জেলার অনান্য নেতৃত্ব।