কৃষক আন্দোলন আর আর শুধু দিল্লির রাস্তার মধ্যেই সীমাবদ্ধ নেই। এনিয়ে আলোড়ন ট্যুইটার বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ থেকে বিদেশে।এবার কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন বলিউডের ভাইজান সলমন খান।
কৃষক আন্দোলনের ইস্যুতে এখনও পর্যন্ত বলিউডের তিন খানের মধ্যে শাহরুখ খান এবং আমির খানমুখ বন্ধ রাখলেও, সলমন খান কিন্তু দৃঢ় ভাবে নিজের মতামত জানিয়ে দিলেন৷ কৃষি আন্দোলনের সমর্থনে পপ তারকা রিহানা এবং পরিবেশ কর্মী গ্রেটা ঠুনবার্গের ট্যুইটেরই পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে ক্রীড়াবিদ ও সমাজের অনেক বিশিষ্ট মানুষ৷
সলমন একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনটি বাক্যে চলতি কৃষক অসন্তোষ নিয়ে নিজের মন্তব্য ব্যক্ত করলেন৷ ভাইজান বললেন, “ঠিক জিনিসটাই করা উচিত৷ সবচেয়ে ঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত৷ সবথেকে মহৎ কাজটাই করা উচিত।” সলমনকে কোনও দিনই দেশের রাজনৈতিক ইস্যুতে মন্তব্য করতে দেখা যায়নি৷ কিন্তু এবার তিনি অন্য রাস্তায় হাঁটলেন, বলাই যায়৷ দেখতে গেলে রিহানা এবং ঠুনবার্গের প্রতিবাদে যাঁরাই ট্যুইট করেছেন, সকলেরই বক্তব্যের সারমর্ম একই ছিল৷ সকল দেশবাসীকে একক্রিত হয়েই বিদেশিদের ভারত-বিরোধী মিথ্যা অপপ্রচার বন্ধ করা৷ বলিউডে করণ জোহর, অক্ষয় কুমার, অজয় দেবগন এবং একতা কাপুররাও এই সুরেই কথা বলেছেন৷ সেই দিক থেকে বিচার করলে সলমন নিজস্বতা বজায় রাখলেন নিজের ভাবনায়৷