কৃষকদের জন্য চালু করা হবে নতুন প্রকল্প

আগামী বছর নতুন প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষকের কাছে পৌঁছনোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। করোনা আবহে আগামী বছর জুন মাস পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা এতদিন চালের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে পশ্চিমবঙ্গ সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে খারিফ শস্য সংগ্রহ করবে। প্রতিটি কৃষকের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ধান সংগ্রহ করার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। গত বছর কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ ৯০ কুইন্টাল ধান নিয়েছিল সরকার।