কৃষকদের আন্দোলন সমাধানই সরকারের লক্ষ্য

দিল্লি: নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে এই দাবিতে আগামী ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা৷ সরকারের রক্তচাপ বাড়িয়ে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে কৃষক বিক্ষোভের আঁচ৷ পরিস্থিতি আরও ঘোরাল হতে পারে৷ তাই জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবারের বৈঠকে সমাধান সূত্র না বেরোলে হরিয়ানা সীমান্ত থেকে দিল্লির যন্তর মন্তরের দিকে এগিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কৃষকরা৷ শান্তিপূর্ণ ভাবে সমাধান সূত্র বের করাই এখন সরকারের লক্ষ্য৷