কিডনি ক্যান্সারের চিকিৎসায় গ্লেনমার্কের ‘সুটিব’

কিডনি ক্যান্সারের চিকিৎসার জন্য গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস ভারতে লঞ্চ করল ‘সুটিব’। এটি হল সুনিটিনিব ওরাল ক্যাপসুলের জেনারিক ভার্সন। এই ঔষধটির এমআরপি তার ইনোভেটর ব্র্যান্ডের এমআরপির থেকে প্রায় ৯৬ শতাংশ কম। এর দাম ধার্য করা হয়েছে প্রতিমাসের জন্য ৭০০০ টাকা (৫০এমজি), ৩৬০০ টাকা (২৫এমজি) ও ১৮৪০ টাকা (১২.৫এমজি)। সুনিটিনিব ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারাও অনুমোদিত।

সুনিটিনিব হল ওরাল মাল্টি-কাইনেজ ইনহিবিটর (এমকেআই), যা সেল গ্রোথের জন্য দায়ি কিছু এনজাইমকে প্রতিরোধ করে। নির্দিষ্ট ধরণের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্ট্রোমাল টিউমার যুক্ত ও অ্যাডভান্সড রেনাল সেল কার্সিনোমা যুক্ত রোগীদের ক্ষেত্রে এটি খুবই কার্যকর। বিশেষ ধরণের প্যানক্রিয়েটিক নিউরোএন্ডোক্রিন টিউমার-যুক্ত রোগীদের চিকিৎসার জন্যও এটি অনুমোদনপ্রাপ্ত। প্রায় একদশকের বেশি সময় ধরে সুনিটিনিব দ্রুত-ছড়িয়ে পড়া (মেটাস্ট্যাটিক) রেনাল ক্যান্সারের চিকিৎসায় ‘গোল্ড-স্ট্যান্ডার্ড’ স্বীকৃতিপ্রাপ্ত। গবেষণায় জানা গেছে, শুধু সুনিটিনিব প্রয়োগেই রেনাল ক্যান্সারের বৃদ্ধির ঝুঁকি ৫৮ শতাংশ কমানো যেতে পারে।