করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণের সুনামি। ভারতে এখন ভয়ঙ্কর করোনা পরিস্থিতি। মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে যাতে চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। যা ভারতে উদ্বেগ বাড়াচ্ছে। সবমিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৩,৪৩,১৪৪ জন। অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক মৃতের সংখ্যা ৪ হাজারের নীচে নামেনি। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪,০০০ জনের। এই নিয়ে টানা তিনদিন ৪ হাজার মানুষ করোনায় প্রাণ হারালেন।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৬২ হাজার ৩৫৩ জনের। আশার খবর হল নতুন করে যত জন সংক্রমিত হয়েছেন, তার চেয়ে ঢের বেশি মানুষ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৪৪ হাজার ৭৭৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭৯ হাজার ৫৯৯ জন। একদিনে ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০,৮৩৯ জন। করোনায় মৃত্যু হয়েছে ১২৯ জনের।