কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

টানা বেশ কয়েকদিনের পর একটু কমল দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৯৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪ জন। সেই সঙ্গে একলাফে অনেকটা কমল অ্যাকটিভ কেস। কমেছে দৈনিক মৃত্যুও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০৩ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য বেশি। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৮ হাজার ৪৮৭ জন। এই সংখ্যাটা দৈনিক আক্রান্তের থেকে অনেক বেশি। ফলে এক ধাক্কায় অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫৩ হাজার ৩৯৮ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৬ লক্ষ ৩৬ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৫৮ কোটি ১৪ লক্ষ মানুষ।

তবে এসবের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্ট বলছে, কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে নাকি ছেয়ে গিয়েছে ভুয়ো কোভিশিল্ডের ভায়াল। এই ভুয়ো টিকা মানুষের শরীরে গেলে মারাত্মক প্রভাব পড়তে পারে। সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেন্দ্র।

অন্যদিকে পাঁচ দিন পর রাজ্যে দৈনিক সংক্রমণ নামল ৬০০-র নীচে। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬১ জন। এখনও পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ১৫ লক্ষ ৪২ হাজার ৯৮৬ জন। মৃত্যুও কমে দু’অঙ্কের নীচে নেমেছে। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১৮ হাজার ৩৬৪ জনের। তিন দিন পর গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাপ্রাপ্তির সংখ্যা ফের সাড়ে তিন লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৫৬৩ জনের। রবিবার কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৮৬ জন। এ দিন পর্যন্ত রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে হল ন’হাজার ৪৬১। এখনও পর্যন্ত রাজ্যে মোট তিন কোটি ৬০ লক্ষ ৮৭ হাজার ৮০১ টিকা দেওয়া হয়েছে।