কাশ্মীর সীমান্ত পুলওয়ামায় চলছে এনকাউন্টার

নয়াদিল্লি: ভয়াবহ গুলির লড়াই দক্ষিণ কাশ্মীরের সীমান্ত পুলওয়ামায়। ২৪ ঘণ্টার মধ্যে কাশ্মীরে এই নিয়ে চলছে দ্বিতীয় জঙ্গি দমন অভিযান। চলছে এনকাউন্টার সেনাবাহিনীর হাতে খতম তিন জঙ্গি। শহিদ হয়েছেন এক জওয়ান।

শুক্রবার রাত থেকে শুরু হয় এনকাউন্টার। লস্কর-ই-তইবার তিন জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে। পুলওয়ামার জাদুরা এলাকায় চলছে গুলির লড়াই। এক জওয়ান আহত হন সেই গুলির লড়াইতে। পরে তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবারও এনকাউন্টার চলে কাশ্মীরে। সোপিয়ানের কিলুরা এলাকায় চার জঙ্গিকে নিকেশ করা হয় ও এক জঙ্গিকে গ্রেফতার করা হয় শুক্রবার।