কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত কুলগ্রাম জেলার বিজেপি নেতা

বৃহস্পতিবার সকালে কাশ্মীরে জঙ্গি হামলায় ফের মৃত্যু হয় কুলগ্রাম জেলার বিজেপি নেতা সাজাদ আহমেদের। শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত কুলগ্রাম জেলায় বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি।

এই নিয়ে মোট চারবার জম্মু-কাশ্মীরে আক্রমণ চলল রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপর। গত মাসেই বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি এবং তার বাবা ও ভাই জঙ্গি হানায় নিহত হন জম্মু কাশ্মীর বান্দিপুর জেলায়। তিনি বান্দিপুর জেলার প্রধান ছিলেন। এছাড়াও জঙ্গি হানায় নিহত হন কংগ্রেস পঞ্চায়েত প্রধান অজয় পন্ডিত।

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, দ্য রেসিস্টেন্স ফ্রন্ট নামক একটি নতুন আতঙ্কবাদী গোষ্ঠী শেখ ওয়াসিম বারির ওপর হামলার দায়ভার গ্রহণ করেছে। পুলিশ সূত্রে খবর, আতঙ্কবাদী গোষ্ঠীটি লস্কর-ই-তৈবা, জইস এর সঙ্গে যুক্ত। জম্মু-কাশ্মীরে রাজনৈতিক ব্যক্তিত্বের টার্গেট করছে জঙ্গিরা।