কাশ্মীরে জঙ্গিহানা! শহিদ ৩ সিআরপিএফ জওয়ান

লকডাউনের আবহে কাশ্মীরে জঙ্গি হানা। দক্ষিণ কাশ্মীরের সোপোরে এই হামলায় শহিদ হলেন সিআরপিএফ-এর ৩ জওয়ান। বারামুল্লা জেলায় রাজ্য পুলিশ ও সিআরপিএফ -এর যৌথ বাহিনীর টহলদারির সময় এই হামলা ঘটায় জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের খুঁজতে জেলা জুড়ে তল্লাশি অভিযান চালু করেছে বাহিনী। এদিকে, গত দু’সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার জঙ্গি হামলায় রক্তাক্ত হল উপত্যকা। চলতি মাসের প্রথমে কয়েকজন জঙ্গি, উপত্যকায় হামলা চালানোর ছক করছে এই খবর পেয়ে বিশেষ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। তারপরেই হার্ডমান্ডগুড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় নিকেশ হয় ২ জঙ্গি। তবে গোয়েন্দা সূত্রে খবর, ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে ছিল। এই খবরে এলাকা জুড়ে চিরুণী তল্লাশি চালিয়েছিলেন জওয়ানরা। সারা দেশের মতো জম্মু ও কাশ্মীরেও করোনা ভাইরাস থাবা বসিয়েছে। লকডাউনের জেরে সেখানেও গৃহবন্দি অবস্থায় কাটাচ্ছেন স্থানীয় মানুষজন। এরই মধ্যে আবার সন্ত্রাস হামলায় খবর পেয়েই সতর্ক ছিলেন নিরাপত্তাবাহিনী। চালানো হয় বিশেষ অভিযান, অবশেষে মিলেছিল সেই সাফল্য।