কালীপুজোয় বাজি পোড়ানো নিষিদ্ধ হতে পারে

কালীপুজোয় বাজির ধোঁয়া মারণ হয়ে উঠতে পারে কোভিডরোগীদের জন্য। এই কালীপুজোকে কেন্দ্র করে বাতাসে যা দূষণ ছড়াবে, তা কোভিডরোগীদের ক্ষেত্রে আরও বেশি মারাত্মক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই যে কোনো মুল্যে এ বার বন্ধ করতে হবে বাজি পোড়ানো। এই দূষণ ঠেকাতেই এ বার ফের আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মামলাকারী অজয় দে। পুজোর ছুটির পর ৩ নভেম্বর আদালত খুললেই এই মর্মে পিটিশন ফাইল করা হবে।

ইনি সেই মামলাকারী, যাঁর মামলায় দুর্গাপুজোর মণ্ডপ দর্শকহীন করার রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সব রকম বাজি পোড়ানোর উপরেই বিধিনিষেধ আরোপ করা হোক, এই আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করা হবে। করোনায় আক্রান্ত হলে এমনিতেই ফুসফুসজনিত সমস্যা থাকে। তার ওপর যে কোনো রকম বাজি পোড়ানো হলেই তার ধোঁয়ায় রোগীর মারাত্মক ক্ষতি হতে পারে মনে করছেন বিশেষজ্ঞরা।