কালিয়াচকে গ্রেপ্তার মোবাইল চোর, উদ্ধার ১০৫ টি দামি ফোন

মোবাইল চক্রের মূল পান্ডা গ্রেপ্তার হল কালিয়াচকে । গোপন সূত্রে অভিযান চালিয়ে পুলিশ ১০৫ টি নামিদামি স্মার্টফোন সহ এক চোরকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মহম্মদ আশরাফুল আলম ।

শুক্রবার গভীর রাতে সুজাপুর গ্রাম পঞ্চায়েতের মহাজনপাড়া এলাকার অভিযুক্তের বাড়িতেই অভিযান চালায় সংশ্লিষ্ট থানার পুলিশ। ওই বাড়ি থেকে চোরাই এতগুলি মোবাইল একসঙ্গে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে দু’জন চোরাকারবারির নামও বলেছে। যাদের সঙ্গে এই মোবাইল পাচার চক্রের কারবার চলছিল। এতগুলি মোবাইল কোথায় পাচার করা হতো, সেটিও তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ। বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া এই মোবাইল গুলি কালিয়াচকের কোন এক চোরাই চক্রের দলের কাছে মজুত করার পরেই সেগুলি ধৃত আশরাফুলের মাধ্যমেই বাইরে কোথাও পাচার করা হতো ।ধৃতকে শনিবার মালদা আদালতে পেশ করা হয়েছে । পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ।