কালিয়াগঞ্জ শহরে নির্বাচনী জনসভায় অধীর রঞ্জন চৌধুরী

পুরোনো মদ খেতে ভালো, পুরোনো দোস্তিতে ভরসা বেশি, তাই তৃনমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের পুরোনো বন্ধু বিজেপি সাথে থাকবে বলে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকারের সমর্থনে এক জনসভায় যোগ দিতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কালিয়াগঞ্জ শহরের নাট মন্দিরের মাঠে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল সহ কংগ্রেস ও বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব। লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, বিজেপির মোদি আর তৃনমূল কংগ্রেসের দিদির মিথ্যা প্রতিশ্রুতির প্লাবনে না ভেসে বুঝে শুনে মানুষকে ভোট দেবেন। বিজেপির সাম্প্রদায়িকতা ও জাতি বিভাজনের নীতির প্রতিবাদে গর্জে উঠে তিনি বলেন গোটা দেশকে বিক্রি করে দিয়েছে বিজেপি। সেই বিজেপিকে একটিও ভোট নয়। তৃনমূল সুপ্রিমো তাঁর সেনাপতিকে দিয়ে এই রাজ্যে কংগ্রেসকে ভেঙে টুকরো করে দিয়েছেন। আজ সেই সেনাপতিই নন্দীগ্রামে মমতাকে পরাজিত করে দিয়েছেন। আমরা সংযুক্ত মোর্চা মানুষের জন্য রাজনীতি করি। মানুষের উন্নয়নের কথাই আমাদের ভাবনা। তাই মানুষ নিজে বিচার করে সংযুক্ত মোর্চার প্রার্থীদের ভোট দেবেন বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।