কার্টুন দেখার জন্য বাবার মোবাইল ফোন না মেলায় আভিমানে আত্মহত্যা দশ বছরের বালকের

কার্টুন দেখার জন্য বাবার মোবাইল ফন না পাওয়ায় আভিমানে বাড়ির কীটনাশক খেয়ে আত্মহত্যা করল বছর দশের পঞ্চম শ্রেণীর ছাত্র । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদা থানার ধুমাদিঘি এলাকায়।

পরিবারের দাবি, কার্টুন দেখার জন্য বাবার কাছে দামি মোবাইল আবদার করেছিল নাবালক ছেলে। কিন্তু সেই মোবাইল দিতে রাজি হয় নি অভিভাবকেরা । বরঞ্চ পড়ালেখা ছেড়ে মোবাইল ব্যবহার করার বিষয়ে বকাবকি করেছিলেন অভিভাবকেরা । মোবাইল না মেলায় অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী করে পঞ্চম শ্রেণীর ওই ছাত্র । জানা গিয়েছে,  মৃত ওই ছাত্রের নাম সাজেন হাঁসদা (১২)। ওই এলাকার একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়তো সে ।  খবর পেয়ে তদন্তে আছে পুরাতন মালদা থানার পুলিশ। মৃতদেহ উধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজের পাঠানোর ব্যবস্থা করেন তদন্তকারী পুলিশ কর্তারা।