কলেজের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরনের দাবিতে আজ উত্তরকন্যা অভিযান করল পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতি । যদিও তাদের এই প্রতিবাদ মিছিল আটকে দেয় পুলিশ । জানা গিয়েছে দীর্ঘদিন ধরে স্থায়ীকরনের দাবি জানিয়ে আসছে কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীরা । কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রীর কোনো প্রতিক্রিয়া পায়নি তারা । তাই সারা রাজ্যের সঙ্গে শিলিগুড়িতেও উত্তরকন্যা অভিযানে নামে কলেজের অস্থায়ী কর্মচারীরা ।
সূত্রের খবর মিছিল টি উত্তরকন্যা যাওয়ার আগেই মার্ডার মোড় সংলগ্ন এলাকায় ব্যারিকেড লাগিয়ে আটকে দেয় পুলিশ । এদিন মিছিলে রাজ্য কমিটির সভাপতি মেহবুব আলী অভিযোগ করে জানিয়েছেন যে কলেজে গেস্ট লেকচারারদের শিক্ষামন্ত্রী এপ্রুভাল দিলেও দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া কলেজের অস্থায়ী কর্মীদের ভবিষ্যত নিয়ে ছেলেখেলা করছে । তিনি আরো অভিযোগ করে বলেন যে কলেজের ভর্তি প্রক্রিয়া থেকে রেজিস্ট্রেশন, প্রশাসনিক সমস্ত কাজই তাদের করতে হয় এমনকি কলেজের গেস্ট লেকচারাররা যেখানে সপ্তাহে দুদিন ক্লাস নেয় , সেখানে তারা সারা সপ্তাহ কাজ করে । কলেজের এই অস্থায়ী কর্মীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে তাদের প্রতিবাদ মিছিল । অতিশীঘ্রই এই বিষয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন।